করোনা আপডেটজাতীয়
বাংলাদেশেও করোনার নতুন ধরন শনাক্ত

দেশেও রূপ বদলেছে করোনা ভাইরাস। নতুন ধরনটি শনাক্ত হয়েছে গত নভেম্বরেই। যা যুক্তরাজ্যের নতুন ধরনের মতো, ৭০ শতাংশ দ্রুত গতিতে ছড়ায়। ৫টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানিয়েছে বিসিএসআইআর। তবে কিট সংকটের কারণে কিছুটা দেরি হচ্ছে নতুন নমুনার জিনোম সিকোয়েন্সের। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ধরন নিয়ে আরও গবেষণা দরকার।
যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে তোলপাড় বিশ্বব্যাপী। এরই মধ্যে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচলসহ সীমান্ত বন্ধ রেখেছে ৪০টির মতো দেশ। দেশটির বিভিন্ন এলাকায় দেয়া হয়েছে কঠোর লকডাউন।
গত নভেম্বরে দেশে করোনা ভাইরাসের ৫টি নমুনার জিনোম সিকোয়েন্স করে বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ। যার সাথে মিল আছে, যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনার। বিজ্ঞানীরাদের দাবি, এটি প্রথম পাওয়া যায় পেরুতে।
ভাইরাসটির নতুন এই ধরন নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, নতুন ধরনের কারণে ভ্যাকসিনের কার্যকারিতার হেরফের হতে পারে।
এক্ষেত্রে অবশ্যই সবাইকে সর্বোচ্চ পর্যায়ে সচেতনা বাড়াতে হবে বলেও পরামর্শ তাদের।