সারাদেশ
ভোলায় আগুনে ২০ দোকান পুড়ে ছাই

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে আগুন লেগে প্রায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
ভোলা সদর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পরে ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলা থেকে আরও ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোলার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে আগুনে ভোলার নৌ পুলিশ থানার পিছনের কিছু অংশ পুড়ে যায় বলে জানান নৌ ওসি সুজন পাল।