আন্তর্জাতিক খবর

করোনা ভ্যাকসিন নিলেন কুয়েতের প্রধানমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ।

গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি প্রথমবারের মতো টিকা গ্রহণ করেন। এর মধ্যে দিয়ে দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলো। গতকাল বৃহস্পতিবার কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

এছাড়া কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপপ্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের টিকা নিয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বসিল আল সাবাহ বলেন, আমরা করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু করেছি। সৃষ্টিকর্তা আমাদের যেন এই ভ্যাকসিনের মাধ্যমে সবাইকে নিরাপদ রাখেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button