বগুড়ায় ডিবির অভিযানে গাঁজা ইয়াবা সহ আটক ২

বগুড়া ডিবির অভিযানে ০২(দুই) কেজি গাঁজা, ১০০ (একশত) পিচ ইয়াবা উদ্ধারসহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ১৯.০০ ঘটিকার সময় বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ওসি,ডিবি, বগুড়া মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে বগুড়া জেলার শেরপুর বাগড়া হটাৎপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আব্দুল গফুর এর পুকুর পাড় সংলগ্ন শেরপুর-নন্দীগ্রাম গামী পাকা রাস্তার ওপর হইতে ২ কেজি গাঁজা সহ ১ জন ও অন্যদিকে বগুড়া ডিবির অপর একটি টিম ইং ২৪/১২/২০২০ তারিখ বিকাল ১৬.১৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটিডালি বিমান মোড় করতোয়া পাম্পের পশ্চিম পাশে নিউ আরাফাত মটরস এর সামনে হইতে ১০০ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার শেরপুর থানার বাগড়া চকপোতা হঠাৎপাড়ার মৃত জামিল শাহের ছেলে মোঃ সুমন শাহ (২৮) ও সদরের মাটিডালি মধ্যপাড়ার মৃত ইয়াসিন আলীর ছেলে মোঃ সোহেল হোসেন (৩২)।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আসামীদের বিরুদ্ধে বগুড়া শেরপুর ও সদর থানায় নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। ধৃত আসামী সুমন শাহ এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
বগুড়া জেলার মাদক, জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগীতা কামনা করি।
প্রয়োজনে-০১৩২০১২৬৯০৩