বগুড়া

বগুড়ায় খ্রীষ্টিয় মন্ডলীর শুভ বড়দিন পালন

করোনা মুক্ত পৃথিবী ও দেশের উন্নয়ন, অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় বগুড়া বড়দিন পালিত হয়েছে। শহরের খ্রীষ্টিয় উপাসনালয়ে বৃহস্পতিবার খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীরা যথাযথ মর্যাদায় বড়দিন পালন করে।

এ উপলক্ষে যিশু খ্রীষ্টের জন্ম, ধর্মীয় গান পরিবেশন ও যিশুর গুণকীর্তন সহ তাঁর জীবনী সম্পর্কে আলোচনা করা হয়।

শুক্রবার শহরের গোহাইল রোডস্থ উপাসনালয়ে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর আয়োজনে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা যথাযথ মর্যাদায় বড়দিন পালন করেন।

উপাসনালয়ে ধর্মীয় গান, ত্রাণকর্তা যিশু এ পৃথিবীতে কিভাবে জন্ম নিয়েছিলেন এ বিষয়ে বিশদ আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন পালক মি. গিলবার্ট মৃধা।

বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডির সভাপতিত্বে বক্তব্য রাখেন বামমা বগুড়ার সভাপতি আলহাজ শেখ।

ধর্মীয় আলোচনা শেষে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগের সভানেত্রী শামীমা আক্তার জলি, বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সহ-সভাপতি মি. সৌরভ বিশ্বাস, সম্পাদক আশের মাইকেল বেসরা, কোষাধ্যক্ষ টমাস অর্পন মন্ডল, চার্চ কাউন্সিলর টোনাম সরকার, মার্গারেট বন্দনা জুঁই, স্বপন সরেন, প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডীসহ খ্রীষ্টিয় পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে করোনামুক্ত পৃথিবী ও দেশের উন্নয়ন অগ্রগতির জন্য প্রার্থনা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button