বরখাস্ত হলেন পিএসজি কোচ

লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে পেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জয়ের ঘণ্টা কয়েক পরেই দলটি বরখাস্ত করে জার্মান কোচ টমাস টুখেলকে। তার পরিবর্তে ডাগআউটে দেখা যেতে পারে মাউরিসিও পচেত্তেনিকে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে। পিএসজি অফিসিয়ালি এখনো কিছু জানায়নি।
দুর্দান্ত জয় পেলেও লিগ ওয়ানে পিএসজি আছে তিন নম্বরে। ১৭ ম্যাচে ১১ জয়ে দলটির পয়েন্ট ৩৫ পয়েন্ট। এর আগে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করে পিএসজি। অবশ্য প্রথমে পেতে হয়েছিল হারের স্বাদ। সবকিছু মিলিয়ে এই জার্মানের ওপর সন্তুষ্ট না ক্লাব কর্তৃপক্ষ।
তাই চুক্তির ছয় মাস মেয়াদ বাকি থাকতে টুখেলকে বরখাস্ত করে প্যারিসের ক্লাবটি। গত মৌসুমেই ইতিহাস সৃষ্টি করেছিলেন টুখেল। পিএসজিকে নিয়েছিলেন প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবুও থাকতে পারলেন না প্যারিসে।
এদিকে ডেইলে মেইল এক প্রতিবেদনে জানায় পচেত্তিনি আসছেন নেইমার-এমবাপ্পেদের কোচ হয়ে। এর মধ্যেই ক্লাবটি টটেনহামের সাবেক কোচ পচেত্তেনির সঙ্গে আলোচনা চালিয়া যাচ্ছে। কিছু দিন আগে পচেত্তিনি জানিয়েছিলেন, পিএসজির মতো বড় ক্লাবের হয়ে কাজ করা স্বপ্নের মতো।