মোহাম্মদ সালাহ যেতে চাইলে আটকাবেন না ক্লপ

মিশরীয়ান ফরোয়ার্ডের রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা স্তুতিকে অনেকেই দলবদলের ইঙ্গিত বলে মনে করছেন। তবে এসব ইঙ্গিতকে গুজব বলেই মনে করছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আবার নিজেই দিলেন ভিন্ন এক বার্তা।
সম্প্রতি অ্যানফিল্ডে সালাহর ‘হতাশা’ নিয়ে শুরু হয়ে গেছে কানাকানি। চ্যাম্পিয়ন্স লিগে মিডজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব না পাওয়ায় ক্ষুব্ধ ২৮ বছর বয়সী ফরোয়ার্ড কয়দিন আগে স্প্যানিশ পত্রিকা এএসকে দেয়া সাক্ষাৎকারে করেছেন রিয়াল-বার্সার অকুণ্ঠ প্রশংসা, যাতে অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তার সুরও। তাতেই কান ভারি হয়েছে, বাতাসে ফিসফাস দুই স্প্যানিশ জায়ান্টের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন মিশরীয় তারকা।
ঠিক কী কারণে লিভারপুল ছাড়তে চাইবেন সালাহ সেটা বুঝে উঠতে পারছেন না ক্লপ, ‘কী কারণে ও ক্লাব ছাড়তে চাইবে? লিভারপুল নিজেই বিশ্বের অন্যতম বড় ক্লাব। হতে পারে এখানকার আবহাওয়া ভালো না কিন্তু আমরা ভালো বেতন দেই, দারুণ এক স্টেডিয়াম আছে, বিশ্বজুড়ে আছে সমর্থক। আমাদের রং লাল যা সবচেয়ে সুন্দর রং। সুতরাং আর কী কারণ থাকতে পারে?’
‘কেউ যেতে চাইলে তাকে জোর করা যায় না। আর আমরা সেটা করিও না। সময়ের একটা ব্যাপার আছে, সময় মেনে হতে হবে। আমরাও পরিবর্তন করি, খেলোয়াড় কিনি আর কেউ যদি চলে যেতে চায় আমরা পথ আটকে রাখি না। আমি শুধু বুঝি না এরা কেন চলে যেতে চায়?’