জাতীয়

ভাসানচরে যেতে রাজি আরও অনেক রোহিঙ্গা

স্বেচ্ছায় ভাসানচরে যেতে রাজি হয়েছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পের আরও অনেক রোহিঙ্গা । আজ তাদের চট্টগ্রাম ট্রানজিট ক্যাম্পে নেয়ার কথা রয়েছে। মঙ্গলবার ভাসানচরের উদ্দেশে উখিয়া থেকে রওনা হবেন তারা।

এবারের দলটিতে ৭শ’থেকে এক হাজার রোহিঙ্গা থাকতে পারে বলে জানা গেছে। এর আগে, ৪ ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে প্রথম ধাপে ১ হাজার ৬শ’ ৪২ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছিল। প্রথম দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা এসেছিল টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। তাদের একদিন আগে বিভিন্ন ক্যাম্প থেকে গাড়িতে করে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। দ্বিতীয় দফায়ও একইভাবে নেয়া হবে তাদের।

এই বিভাগের অন্য খবর

Back to top button