মা হলেন অপি করিম

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝর দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন তারা। সোমবার সকাল ৯টা ৫৩ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অপি।
নির্মাতা অমিতাভ রেজা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আজকেই তারিখ ছিল। অপেক্ষায় ছিলাম নতুন অতিথির। আমি খুব খুশি হয়েছি। আমার (জয়গুনবিবি) অপি করিম মা হয়েছে। তাকে ও তার কন্যাকে অভিনন্দন।’
এদিকে নির্ঝর-অপি দম্পতির ঘনিষ্ঠ নির্মাতা চয়নিকা চৌধুরী সমকালকে বলেন, ‘মা ও সন্তান দুজনই ভালো আছে। অপি এখনও হাসপাতালে ভর্তি। এটি তাদের প্রথম সন্তান।’
চার বছর আগে পারিবারিক আয়োজনে বিয়ে করেন স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অপি করিম নিজেও একজন স্থপতি। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
অপরদিকে এনামুল করিম নির্ঝর ‘আহা’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।