কাহালু উপজেলা
কাহালুতে ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫ ও আটক ৬

বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫ যুবক আহত হয়েছে। এ ঘটনায় ৬ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে জেলার কাহালু উপজেলার মুরইল বিষ্ণপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বগুড়া সদরের ফুল মাটির মসিজিদ এলাকার আতিক (১৯), খান্দারের আহসান হাবিব (১৯), ফুলদিঘী উত্তরপাড়ার শামিম (১৯), মালগ্রামের গোলাম রব্বানী (১৯) ও কাহালু উপজেলার কাটনাহারের রাহাদ (১৯)।
কাহালু থানার এস আই হাফিজ জানান, বিষ্ণপুর ও বগুড়া সরকারি শাহসুলতান কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। পরে ৬ জনকে আটক করা হয়েছে।