জাতীয়

২ স্কুলে জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার নির্দেশ স্থগিত

বগুড়া গাবতলী উপজেলার দুটি স্কুল থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেওয়া সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

স্কুল দুটি হলো শহীদ জিয়াউর রহমান গার্লস হাইস্কুল, যা পরিবর্তন করে করা হয়েছে সুখানপুকুর বন্দর গার্লস হাইস্কুল। আরেকটি গাবতলী শহীদ জিয়া হাই স্কুল, যা পরে হয় গাবতলী পূর্বপাড়া হাইস্কুল।


একইসঙ্গে স্কুল দুটিতে জিয়াউর রহমানের নাম পুনস্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।


এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৮ ডিসেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।


এর আগে গত ১৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্কুল দুটির নাম পরিবর্তন করতে আদেশ দিয়েছিলেন। পরে সে আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত এসব আদেশ দিলেন।


আদেশের পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ২০০০ সালে প্রথম স্কুলটি শহীদ জিয়া হাইস্কুল নামে প্রতিষ্ঠিত হয়। স্কুলের সব কার্যক্রম সেই নামেই পরিচালিত হয়ে আসছিল। কিন্তু চলতি বছরের ১৯ এপ্রিল এই নামটি পরিবর্তন করা হয়, কোনওরকম কারণ উল্লেখ ছাড়াই। একইভাবে ১৯৯৬ সালে গাবতলী শহীদ জিয়া হাইস্কুল নামে স্কুলটি প্রতিষ্ঠা করা হয় এবং এই নামেই স্কুলের সব কাজ পরিচালিত হয়ে আসছিল কিন্তু সেটিও চলতি বছরের ১৯ এপ্রিল পরিবর্তন করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button