খেলাধুলা

টেস্ট জিতে নিলো ভারত

চার দিনে শেষ মেলবোর্ন টেস্ট। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ৪ ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে ভারত।

মেলবোর্নে ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। ৬৭ রান যোগ করে ২০০ তে অলআউট হয়। ২২ করে ফেরেন প্যাট কামিন্স। ৫ রানের জন্য অর্ধশতক পূর্ণ হয়নি ক্যামেরন গ্রিনের। ১৪ রানে অপরাজিত ছিলেন মিচেল স্টার্ক। মোহাম্মদ সিরাজ ৩ এবং জাদেজা, বুমরা ও অশ্বিন নিয়েছেন দুটি করে উইকেট।

৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে দুই উইকেট হারিয়ে, আগের ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসের মতো আবারও ধসে পড়ার শঙ্কায় পড়ে ভারত। তবে, শুভমান গিল ও রাহানের দৃঢ়তায় ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

সিরিজের তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি সিডনিতে।

এই বিভাগের অন্য খবর

Back to top button