শিক্ষা

এইচএসসির ফল প্রকাশে হবে অধ্যাদেশ: শিক্ষামন্ত্রী

করোনার কারণে এবছর অনুষ্ঠিত হয়নি এইচএসসি পরীক্ষা। তাই এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করার সিদ্ধান্ত নেয় সরকার।

এই ফল প্রকাশের জন‌্য একটি অধ্যাদেশ জারি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ‘বই উৎসব-২০২১’ ও শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। কিন্তু করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button