জাতীয়

জাপানে পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘শতবর্ষী আনন্দ’

জাপানে অনুষ্ঠিত থার্ড মেহুডো ইন্টারন্যাশনাল ইয়ুথ ভিজ্যুয়াল মিডিয়া ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘শতবর্ষী আনন্দ’ শীর্ষক একটি আলোকচিত্র।

সম্প্রতি জাপানে অনুষ্ঠিত তিনদিনব্যাপী থার্ড মেহুডো ইন্টারন্যাশনাল ইয়ুথ ভিজ্যুয়াল মিডিয়া ফেস্টিভ্যালে বেস্ট ফটোগ্রাফি বিভাগে পুরস্কার জিতেছে জে. মুমুর আলোকচিত্রটি। এজন্য মুমুকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে উৎসবে অংশ নেয়া ৭৪টি দেশের ২০০ আলোকচিত্রীর সাথে।

আলোকচিত্রটির আলোকচিত্রী জে. মুমু বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মুমু জানান, লকডাউনের অবরুদ্ধ সময়ে ছবিটি মুঠোফোনে ধারণ করেছিলাম। ছবির চরিত্র প্রায় শতবর্ষী এক দরিদ্র নারী। দারিদ্রতার কষাঘাতে জরাজীর্ণ হয়েও তিনি করোনাময় পৃথিবীতে বেঁচে থাকতে চান। জীবনের শেষ প্রান্তে এসেও বেঁচে থাকার আকাঙ্ক্ষা ও আনন্দকে ছবিটিতে ধারণ করতে চেয়েছি। ছবিটি বাংলাদেশের জন্য এতোবড় সম্মান বয়ে আনবে তা কখনো ভাবিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button