জাতীয়

‘বগুড়া লাইভ’ এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

“কাটুক করোনার কালো বিষাদের মেঘ, শীতল বারিধারার মতো তোমার জীবনে নেমে আসুক হর্ষ” “শুভ হোক তোমার এই নববর্ষ”

২০২০ শেষে ২০২১-কে স্বাগত জানানোর পালা। নতুন শতব্দীর দু-দশক পূর্ণ হয়ে তৃতীয় দশকে পা দিচ্ছি আমরা। ‘অভিশপ্ত’ ২০২০-র শেষ হওয়ার প্রহর যেভাবে গুনছে গোটা বিশ্ব, তেমনটা সচারাচর চোখে পড়ে না। বছর ভর করোনা প্রকোপ ঝাঁকিয়ে ধরে থেকেছে সকলকে, একের পর এক মৃত্যু, হতাশা, প্রিয়জনকে হারানোর বেদনা–

সব গ্লানি ভুলে এবার নতুনকে বরণ করে নেওয়ার পালা।হাতে লেখা কার্ড কিংবা পাড়ার মোড়ের দোকানে দাঁড়িয়ে গ্রিটিংস কার্ড কেনবার দিন প্রায় শেষ। কার ঝুলিতে কটা কার্ড এল, কে কার গোপন বন্ধু নতুন বছরের শুভেচ্ছা কার্ড পাঠালো সেই সব দিন শেষ। সবাই এখন নতুন বছরের শুভেচ্ছা ভার্চুয়াল জানাচ্ছে।

ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই ফেসবুক, মেসেঞ্জার, টুইটার কিংবা হোয়্যাটসঅ্যাপে উপচে পড়া ‘Happy New Year 2021’ লেখা বার্তা……

এই বিভাগের অন্য খবর

Back to top button