বগুড়া দুপচাঁচিয়া আওয়ামী লীগের কমিটি ঘোষণা

বগুড়ার দুপচাঁচিয়ায় সম্মেলনের ৬দিন পর উপজেলা আওয়ামী লীগের ৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘােষণা করা হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন ওই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে আমিনুর রহমান ও এমদাদুল হক।
শনিবার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানাে হয়।
গত ২৬ ডিসেম্বর দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে ওইদিনই কমিটি পুরনগঠনের কথা থাকলেও নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণেচ্ছু দু’জনের বিরুদ্ধে অভিযােগ ওঠায় শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।
শনিবার ঘােষিত দুপচাঁচিয়া উপজেলা কমিটিতে সহ- সভাপতি পদে ফজলুল হক ও বেলাল হােসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে তৌহিদুল হােসেন মহলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সদস্য পদে যে ৪জনকে স্থান দেওয়া হয়েছে তারা হলেন – মিজানুর রহমান খান সেলিম, আনােয়ার হােসেন, আবু সাঈদ ফকির এবং মাহবুবা নাসরিন রূপা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু দলের দুপচাঁচিয়া উপজেলার আংশিক কমিটি ঘােষণা করেছেন। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।