পহেলা জুলাই থেকে সব অবৈধ হ্যান্ডসেট বন্ধ হবে
পহেলা জুলাই থেকে সব অবৈধ হ্যান্ডসেট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।
বৃহস্পতিবার, নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, যেসব ক্লোন বা নকল আইএমইআই সম্বলিত এবং অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত রয়েছে, আগামী ১ জুলাই থেকে সেগুলো নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় যাচ্ছে বিটিআরসি। আর আগের হ্যান্ডসেটগুলো জাতীয় পরিচয়পত্রের বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। আর ১৬ই জানুয়ারি থেকে মোবাইল কোম্পানিগুলো নতুন আইএমইর তথ্য বিটিআরসিকে সরবরাহ করবে।
তিনি আরও বলেন, এই প্রক্রিয়া শুরু হলে অবৈধ হ্যান্ডসেটে প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি সিম ছাড়া অন্য কোনো সিম কাজ করবে না। নির্দিষ্ট সময় পরে কোনো সিমই কাজ করবে না। ফলে গ্রাহকরা বাধ্য হয়েই নকল বা অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করবেন।