তৃতীয় ধাপে ৬২ পৌরসভার নির্বাচনে বিএনপির জয় ৩টি
তৃতীয় ধাপে দেশের ৬২ পৌরসভা নির্বাচনে প্রাপ্ত ফলাফলে বেশির ভাগ জায়গায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ১৩টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী এবং তিনটিতে জিতেছেন বিএনপি প্রার্থী।
দিনভর ভোটের পর গণনা শেষে শনিবার (৩০ জানুয়ারি) রাত ১টার পরও আসতে থাকে তৃতীয় ধাপে পৌর নির্বাচনের ফলাফল।
ফল ঘোষণার আগেই নৌকার সমর্থকরা ঝিনাইদহের হরিনাকুণ্ডু শহরে জড়ো হন। আওয়ামী লীগ প্রার্থী ফারুক হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণার পরই বিজয়ী মালা পরিয়ে তাকে বরণ করেন নেতাকর্মীরা।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. হাবিবুর রহমানকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুছ সাত্তার। ফলাফল ঘোষণার পর উল্লাস করেন তার সমর্থকরা। পরে মালা পরিয়ে অভিনন্দন জানান তারা।
নোয়াখালীর হাতিয়া পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ফয়সাল হোসেন। এ ছাড়া বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ। তিনি স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের বড় ভাই।
এদিন বরিশাল, বরগুনা, খুলনা, যশোর, টাঙ্গাইল, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন পৌরসভার ভোটে বেশির ভাগ স্থানে নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত হন। এ ছাড়া নওগাঁ সদর ও বগুড়ার কাহালু পৌরসভায় বিএনপি প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।