বগুড়া পৌরসভা নির্বাচনে ১২ ও ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন দুই নারী

পিছিয়ে নেই নারীরাও। সাহস, মনোবল আর ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন, জনসেবায় নিজেদের নিয়োজিত করতে ভোটের মাঠে নেমেছেন তারাও। এমনই দুই সাহসী নারী বগুড়া পৌরসভার নির্বাচনে সাধারণ আসনে কাউন্সিলল পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এরা হলেন, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকিয়া সুলতানা আলেয়া (গাজর মার্কা) আর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অনন্যা রহমান বুলা (ডালিম মার্কা)।
নির্বাচনি প্রচার প্রচারণাতেও তারা পিছিয়ে নেই। প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।ভোটারদেরকেও দিচ্ছেন্ন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।
১২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকিয়া সুলতানা আলেয়া (গাজর মার্কা) বগুড়া পৌর আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। রাজপথে আন্দোলন সংগ্রাম, মিছিল মিটিংএও তিনি অবদান রেখেই চলেছেন। তিনি আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচন করার বিষয়ে জাকিয়া সুলতানা আলেয়া বলেন, শুধু পুরুষরাই নয়। ইচ্ছা শক্তি থাকলে অনেক ক্ষেত্রে নারীরাও পুরুষের চেয়েও দক্ষাতার সাথে ভালো কিছু করতে পারে। দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, স্পিকার সবাই নারী। শুধু আমাদের দেশেই নয় বিশ্বের অনেক দেশেই সফলঅতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে রানীরা। তারাই আমাদের প্রেরণা।
তিনি বলেন, এবার নিয়ে ৩ বার কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছি। এরমধ্যে ২ বার আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী হয়েছি। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত ওয়ার্ড গড়তে সবার কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি। গত বছরগুলোর থেকে এবার অনেক বেশী সাড়া পাচ্ছি।
আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ১২ নং ওয়ার্ডের জনগন আমাকে ভোটদিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে পুরুষের চেয়েও ভালোকিছু করে দেখাতে পারব ইনশাআল্লাহ। তিনি ১২ নং ওয়ার্ডের ভোটারদের গাজর মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অনন্যা রহমান বুলা (ডালিম মার্কা) বলেন, ছোটবেলা থেকেই মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছা ছিলো। মানুষের জন্য কিছু করার ক্ষেত্রে ইচ্ছা শক্তিকেই প্রাধান্য দিচ্ছি। একটি ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে স্বপ্নের মত সুন্দর করে সাজাতে আমি নিজেকে যোগ্য মনে করছি। পাশাপাশি এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনও রয়েছে আমার প্রতি। তাই আমি কাউন্সিলর পদেই প্রতিদ্বন্দ্বীতা করছি।
আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হতে পারলে পুরুষের চেয়েও ভালো কিছু করে দেখাতে পারবেন। তিনি ৫ নং ওয়ার্ডের ভোটারদের ডালিম মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
আরো জানান, তিনি একজন গৃহিণী। স্বামী একজন ব্যবসায়ী। তার দুই ছেলে রয়েছে। কোন রাজনীতির সাথেই জড়িত নয়।
তার স্বামী জিল্লুর রহমান জানান, অনন্যা রহমান বুলা গত পৌরসভা নির্বাচনেও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ওই নির্বাচনে ভালো প্রতিদ্বন্দ্বীতাও করেছেন।