বগুড়া

বগুড়া জেলা আ’লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের ২য় মৃত্যু বার্ষিকীতে স্মরনসভা

বগুড়া জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কদিমপাড়াস্থ মরহুমের সমাধিস্থলে স্মরনভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন টি জামান নিকেতা, আবুল কালাম আজাদ, টিএম মুসা পেস্তা, আসাদুর রহমান দুলু, আনিছুজ্জামান মিন্টু, এসএম শাজাহান, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, নাসরিন রহমান সিমা, রুমানা আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন, গৌতম কুমার দাস, খাদিজা খাতুন শেফালী, ডালিয়া নাসরিন রিক্তা, হেফাজত আরা মিরা, আব্দুস সালাম, নাইমুর রাজ্জাক তিতাস, আব্দুর রউফ, খলিলুর রহমান, সফিকুল ইসলাম, সাব্বির আহম্মেদ তারাজুল, আজহারুল হান্নান রিপু, বদরুল আলম, ইসরাইল হক সরকার, ইয়াকুব আলী, লুৎফর রহমান মিন্টু প্রমুখ।

স্মরন সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, বর্ষিয়ান রাজনীতিবীদ জননেতা মমতাজ উদ্দিনের মৃতুতে শুধু আওয়ামী লীগ নয় বগুড়াবাসী তাদের অভিভাবককে হারিয়েছে। তাঁর শুন্যতা কখনো পূরন হবার নয়। তিনি দীর্ঘসময় যাবত বগুড়া জেলা আওয়ামী লীগে সফলভাবে নেতৃত্ব প্রদান করেছেন। বিএনপি জামায়াতের ঘাটি খ্যাত বগুড়ায় আওয়ামী লীগ সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছিলেন বলেই তৃনমূল পর্যায়ে সংগঠন আজ শক্তিশালী। প্রয়াত জননেতা মমতাজ উদ্দিন একজন ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান, রাজনীতির কিংবদন্তী। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি সামনে থেকে সকল লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন। পাকিস্তানী শাষক-শোষক গোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা প্রতিষ্ঠায় মমতাজ উদ্দিন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধের পরে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করেছেন তিনি। আমৃত্যু তিনি সামনে থেকে সকল লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন। মমতাজ উদ্দিন ছাড়া বগুড়ার রাজনৈতিক ইতিহাস অসম্পূর্ন। তিনি বগুড়াবাসীর হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে।

এই বিভাগের অন্য খবর

Back to top button