বগুড়াবগুড়া সদর উপজেলা

বগুড়ায় মাসব্যাপী বিসিক শিল্প পণ্য মেলার উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় মাসব্যাপী বিসিক শিল্প পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিক চেয়ারম্যান, অতিরিক্ত সচিব এনডিসি মো. মোঃ মোশতাক হাসান।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবুর রহমান, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) বগুড়া জেলা শাখার সভাপতি সভাপতি টি জামান নিকেতা, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, রাজশাহী শিল্প এন্ড বেনারশি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মো. রহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি কামাল মিয়া, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলালবিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক জাহেদুল ইসলঅম প্রমূখ।

মেলার আয়োজন করেছে বিসিক জেলা কার্যালয়। এরপর তিনি কেক কেটে মেলায় আকবরিয়া প্যাভেলিয়নের উদ্বোধন করেন।

মেলায় বগুড়া ছাড়াও নওগাঁ, গাইবান্ধা, রংপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৮০ টি স্টল অংশ নিয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেছেন, আগামী ২০ বছরের মধ্যে সারাদেশে ৪০ হাজার একর জমিতে ১০০ শিল্প পার্ক স্থাপন করা হবে। এতে দেশীয় বিনিয়োগকারীদের জন্য অর্ধেক জায়গা দেওয়া হবে। আর বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাকী জায়গা দেওয়া হবে শিল্প কারখানা গড়ে তোলার জন্য। কৃষির পাশাপাশি সুসংগঠিত শিল্পই পারে দেশকে সমৃদ্ধ করতে।

এই বিভাগের অন্য খবর

Back to top button