করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার পর পর্যটকদের সংখ্যা বাড়ছে
সরকারি ছুটিতে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রশান্তির আশায় পরিবার-পরিজন নিয়ে সেখানে ছুটছেন অনেকে।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় ভীতি কমেছে মানুষের। তাই একটু সুযোগ পেলেই ছুটছেন বিনোদন কেন্দ্রে।
করোনা মহামারিতে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীশূন্য থাকলেও, সরকারি ছুটিতে আবারো সরব বিনোদন কেন্দ্রগুলো। নীলাচল, মেঘলা, নীলগিরি, শৈলপ্রপাতে পর্যটকের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে প্রশান্তির আশায় ছুটছেন অনেকে।
জেলার হোটেল মোটেল রিসোর্টগুলো এখন কানায় কানায় পূর্ণ। করোনার ক্ষতি কাটিয়ে ব্যবসায় নতুন করে আশার আলো দেখছে পর্যটন সংশ্লিষ্টরা।
পর্যটনের সাথে জড়িতরা বলছেন, দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় ভীতি কমেছে মানুষের। সুযোগ পেলেই তাই ছুটছেন বিনোদন কেন্দ্রে।
বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘এখন করোনাভাইরাস পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনার টিকা আসায় পর জনমনে আতঙ্ক কেটে গেছে। করোনার কারনে আমাদের (ব্যবসায়ী) যে আর্থিক ক্ষতি হয়েছে তা ধীরে ধীরে পুষিয়ে নিতে পারবো বলে আশা করছি।’
পর্যটকদের নিরাপত্তায় জনসমাগম বেশি হয় এমন স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া, মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।