অগ্রণী ব্যাংক কর্মকর্তাকে হত্যাকারীদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

অগ্রণী ব্যাংক সিলেট হরিপুর গ্যাসফিল্ড শাখার কর্মকর্তাকে হত্যাকরীদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে।
অগ্রণী ব্যাংক লিমিটেড, হরিপুর গ্যাস ফিল্ড শাখা, সিলেট- এ কর্মরত কর্মকর্তা জনাব মওদুদ আহমেদ কতিপয় দুস্কৃতিকারীর হামলায় গত ২০ ফেব্রুয়ারি ২০২১ নির্মমভাবে নিহত হওয়ার প্রতিবাদে অদ্য ২৩ ফেব্রুয়রি ২০২১ বিকাল ৪.০০ ঘটিকায় বগুড়া সাতমাথায় অগ্রণী ব্যাংক লিমিটেড, বগুড়া অঞ্চলের সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়ােজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধন থেকে এই নিকৃষ্ট হত্যাকান্ডের তীব্র নিন্দা জানানাে সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড, বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব এস, এম, জহিরুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড অফিসার সমিতি , বগুড়া এর নেতৃবৃন্দ, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) বগুড়া এর নের্তৃবৃন্দ এবং অগ্রণী ব্যাংক লিমিটেড, বগুড়া অঞ্চলের সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।