দুর্ঘটনাবগুড়া

বগুড়ায় বাস সিএনজি সংঘর্ষে নিহত ৪

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরবেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিরা ক্যান্টনমেন্ট এলাকায় বাস সিএনজি সংঘর্ষে মারা গেছেন ৪ জন। মাঝিরা ক্যান্টনমেন্ট গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

জানা যায়, বগুড়া থেকে সিরাজগঞ্জ গামী শাওন পরিবহনের বাস মাঝিরা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় অপর একজন গুরুতর আহত হয় তাকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

এ বিষয়ে সে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এখনও কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button