বগুড়ায় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে পল্লী যুব উন্নয়ন পরিষদ

৯ মার্চ মঙ্গলবার বিকেলে সরকারি আযিযুল হক কলেজ চত্বরে পল্লী যুব উন্নয়ন পরিষদ,বগুড়া কতৃর্ক আয়োজিত সরকারি আযিযুল হক কলেজে উত্তমাশা সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।
এতে উপস্থিত ছিলেন পল্লী যুব উন্নয়ন পরিষদ এর উপদেষ্টা ও সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজ,তালোড়া, বগুড়া এর অধ্যক্ষ জনাব মোঃ ফারুক আহমেদ, পল্লী যুব উন্নয়ন পরিষদ এর উপদেষ্টা ও রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ ।
এসময় আরও উপস্থিত ছিলেন পল্লী যুব উন্নয়ন পরিষদ এর সভাপতিঃশিহাবুল আশিক, সাধারণ সম্পাদকঃসানোয়ার শিহাব, সহ-সভাপতিঃজাকিবুল হক সৈকত , যুগ্ম-সম্পাদকঃ সায়েম নিশাত, ,দপ্তর সম্পাদকঃহাসান মাহামুদ রিফাত, সহ-দপ্তর সম্পাদক: আলিফ সরকার,কার্যনির্বাহী সদস্যঃ,রাহিদ,সামিত,জান্নাতি, তিথি, সজল, অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটি করোনাকাল থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে।