বগুড়া

বগুড়ায় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে পল্লী যুব উন্নয়ন পরিষদ

৯ মার্চ মঙ্গলবার বিকেলে সরকারি আযিযুল হক কলেজ চত্বরে পল্লী যুব উন্নয়ন পরিষদ,বগুড়া কতৃর্ক আয়োজিত সরকারি আযিযুল হক কলেজে উত্তমাশা সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।

এতে উপস্থিত ছিলেন পল্লী যুব উন্নয়ন পরিষদ এর উপদেষ্টা ও সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজ,তালোড়া, বগুড়া এর অধ্যক্ষ জনাব মোঃ ফারুক আহমেদ, পল্লী যুব উন্নয়ন পরিষদ এর উপদেষ্টা ও রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ ।

এসময় আরও উপস্থিত ছিলেন পল্লী যুব উন্নয়ন পরিষদ এর সভাপতিঃশিহাবুল আশিক, সাধারণ সম্পাদকঃসানোয়ার শিহাব, সহ-সভাপতিঃজাকিবুল হক সৈকত , যুগ্ম-সম্পাদকঃ সায়েম নিশাত, ,দপ্তর সম্পাদকঃহাসান মাহামুদ রিফাত, সহ-দপ্তর সম্পাদক: আলিফ সরকার,কার্যনির্বাহী সদস্যঃ,রাহিদ,সামিত,জান্নাতি, তিথি, সজল, অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনটি করোনাকাল থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button