বগুড়া
প্রয়াত ফটো সাংবাদিক এটি বাবু ও মুক্তারের জন্য দোয়া মাহফিল

বগুড়ার প্রয়াত ফটো সাংবাদিক আবু তালেব বাবু (এটি বাবু) ও রফিক মুক্তারের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর বগুড়া জিলা স্কুল মসজিদে মরহুমদের সহকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মরাসহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ উপস্থিত ছিলেন।