বগুড়া

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

বগুড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন।

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের একই সময়ে ডাকা পাল্টাপাল্টি প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আগামী ১৩ মার্চ বগুড়া শেরপুরে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রকল্পটি পরিদর্শনে আসবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। ওই দিনের কর্মসূচি নিয়ে এ প্রস্তুতি সভা ডাকা হয়েছিল। দুই গ্রুপই বেলা ১২ টার দিকে পৃথকভাবে সভা ডেকেছিল।

সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান মন্টি গ্রুপের দুজন আহত হয়েছেন বলে দাবি করেছেন মন্টি। মন্টি শহরের উত্তর অংশের স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব দেন।

তিনি বলেল, ‘আমরা দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করছিলাম। সভা চলাকালীন বেলা সাড়ে ১২ টার দিকে দলীয় কার্যালয়ে নাছিম তার লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় আমার কর্মীদের মারধর শুরু করে তারা। পরে আমাদের প্রস্তুতি সভার ব্যানার খুলে ফেলে চলে যায় তারা। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন দলীয় কার্যালয়ে উপস্থিত থাকাকালীন এ ঘটনা ঘটে।

মন্টি বলেন, ‘নাছিম গ্রুপের লোকজনের মারধরে আমার দুই কর্মী গুরুতর আহত হয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছিমুল বারী নাছিম বলেন, ‘দুপুরে দিকে আমাদের প্রস্তুতি সভা ছিল। আমরা দলীয় কার্যারয়ে গিয়ে দেখি সভার জায়গা দখল করে রেখেছেন মন্টির লোকজন। তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা তাদের মারধর করিনি। তবে ধাক্কাধাক্কিতে দুই-একজন সামান্য আহত হতে পারে। এরকম আহত আমাদের কর্মীও হয়েছে।’

তিনি বলেন, ‘শহরের স্বেচ্ছাসেবক লীগের কোনো উত্তর অংশ নেই। এগুলো সবই কথিত। আমরাই শহর স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব দিয়ে আসছি।’

এবিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন জানান, বগুড়া শহর অনেক বড়। শহর স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি করা হয়েছে। যা কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে ও নির্দেশ মোতাবেক করা হয়েছে। এটি নিময় বহির্ভূত ভাবে নয় বরং সংগঠন মেনে করা হয়েছে।

সভায় মারপিটের বিষয়ে তিনি জানান, শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভা চলছিল কিভাবে শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রতিকৃতির প্রোগামটি আরও সুন্দর করে তোলা যায়। এসময় শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম তার লোকজন নিয়ে সভায় প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করে। এসময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হলে শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের তিন জন আহত হোন। এঘটনার সাথে জড়িতদের সকলকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে বলেও জানান তিনি।

জানতে চাইলে সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button