বগুড়া

“শস্যচিত্রে বঙ্গবন্ধু শীর্ষক” আলোচনা সভা সফল করার লক্ষ্য সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় বাস্তবায়ন পরিষদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী স্মরণীয়, বরনীয় ও স্মৃতিতে অম্লান করে রাখতে পৃথিবীর সর্ববৃহৎ ক্রপ ফিল্ড মোজাইক ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু’ উপস্থাপন করে গিনেজ বুকে স্থান করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে অনেকটা পথ পাড়ি দিতে সক্ষম হয়েছি। বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ন্যাশনাল এগ্রিকেয়ার নামক প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ১০০ বিঘা জমিতে ২ ধরনের ধানের চারা লাগিয়ে মহতী উদ্যোগের উদ্বোধন করা হয়। ভারত, ব্রিটেন, জাপান ও চীনের রেকর্ড ভেঙে শীঘ্রই শস্যচিত্র অংকনকারী ৫ম দেশ হিসেবে “গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান করে নিবে বাংলাদেশ।

তিনি বৃহস্পতিবার দুপুরে বগুড়া পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। আগামী ১৩ মার্চ শেরপুরের বালেন্দা গ্রামে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা সফল করতে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সদস্য মেহেদী হাসান রবিন। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভায় ও স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এটির গুরুত্ব তুলে ধরার জন্য ও পরিদর্শন করতে জাতীয় নেতৃবৃন্দ বগুড়ায় আসবেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, প্রিয় সাংবাদিকবৃন্দ
আসসালামু আলাইকুম,
আপনাদের সবাইত্রে জানাই স্বাধীনতার রজতজয়ন্তী ও মুজিববর্ষের শুভেচ্ছা । এই বছর আমাদের জন্য ও বাঙালী জাতির জন্য তাৎপর্যপূর্ণ একটি বছর । সর্বকালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী স্মরণীয়, বরনীয় ও স্মৃতিতে অম্লান করে রাখতে পৃথিবীর সর্ববৃহৎ “শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু মোজাইক উপন্থাপন করে “Guinness book of world record ” এ স্থান করার উদ্যোগ করা হয়েছে।

প্রিয় সুধী ও সম্মাণিত সাংবাদিকবৃন্দ
এই শস্যচিএটি Grannies hook of world স্থান করে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে সকল কার্যক্রম সফলভাবে করার মধ্যে দিয়ে অনেকটা পথ পারি দিতে সক্ষম হয়েছি। আপনারা জানেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ন্যাশনাল এগ্রিকেয়ার নামক একটি প্রতিষ্ঠানের সার্বিক তত্বাবধানে ১০৫ বিখা জমিতে ২ ধরনের ধানের চারা লাগিয়ে এই মহতী উদ্যোগের উদ্বোধন করা হয়। আপনারা এও জেনে খুশি হবেন ভারত, বৃটেন, জাপান ও চীনের রেকর্ড ভেঙ্গে শীঘ্রই শস্যচিত্র অংকনকারী ৫ম দেশ হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকডস এ স্থান করে নিবে বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ সালে চীনে শস্যচিত্র তৈরি করা হয়েছিল যার আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার বর্গফুট। বগুড়ার এই প্রত্যন্ত গ্রামে জাতির পিতার শস্যচিত্রটির আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। এবং শসাচিত্রটির দৈঘ্য ৪০০ মিটার এবং প্রস্থ ৩০০ মিটার।

প্রিয় সাংবাদিকবৃন্দ
আপনারা অবগত আছেন এবং আপনাদের মাধ্যমে পুরো জাতি আজ অবগত যে, গত ২৯ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক, শস্যচিত্রে বঙ্গবন্ধু “বাস্তবায়ন জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহবায়ক আ ফ ম বাহাউদ্দীন নাসিম এবং সদস্য সচিব এস এম মােস্তাফিজুর রহমান এর শুভ উদ্বোধন করেন। ইতিমধ্যে গিনেজ বুক ওয়ার্ল্ডের স্থানীয় প্রতিনিধিগন ৯ই মার্চ এই শস্যচিত্র পরিদর্শন করে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তা অভিমত ব্যক্ত করছে গিনেজ বুকের সকল নিয়ম কানুন যখাযথভাবে প্রতিপালন করে এটি করা হয়েছে। এবং তারা আশা প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর জন্মদিন ঐতিহাসিক ১৭ মার্চের মধ্যে এটি গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিবে। শস্য চিত্র পরিদর্শন শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক এমদাদুল হক চৌধুরী বলেন, আমাদের গিনেস ওয়ার্ড রেকর্ড প্রধান কার্যালয় থেকে পাঠিয়ে বলা হয়েছে, ওই অঞ্চল (বগুড়ার শেরপুরে) পরিদর্শন করে ক্রপ মােজাইকের ওপর কী পরিমাণ কাজ করা হয়েছে, কোন ধরনের শসা ব্যবহার করা হয়েছে, এসব বিষয়গুলাে দেখে সঠিক প্রতিবেদন তৈরি করে পাঠানাে জন্য বলা হয়েছে। “শস্য চিত্র বঙ্গবন্ধু জাতীয় বাস্তবায়ন পরিষদ নামের একটি পরিষদের পরিচালনায় এই মহাতী কার্যক্রম চলছে। এই আঙ্কনের পরিকল্পনার বিষয়ে আয়োজকরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লড়াই করেছেন মানুষের ভাত-কাপড়ের অধিকার ও কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য।
সোনালী ও বেগুনি এই দুই ধান ব্যবহার করে আকা হয়েছে জাতির পিতার এক বিশাল পোট্রেট, ইতিমধ্যে যা সবার দৃষ্টিগোচর হয়েছে। ফিল্ড ট্রায়ালে বিভিন্ন উচ্চতা ও অ্যাঙ্গেলা থেকে বিশেষ পদ্ধতিতে সংগৃহীত ছবি বিশ্লেষণ করে ডিজাইন তৈরি করা হয়েছে।

প্রিয় সাংবাদিক বন্ধুগন।
জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন একজন কৃষি বান্ধব নেতা তিনি সব সময় কৃষিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখতেন, তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের মন্ত্রী সভার কৃষি মন্ত্রী ছিলেন সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শোষিত জনতার জন্যই সারাজীবন উৎসর্গ করেছেন।

বঙ্গবন্ধু তার এক ভাষনে বলেন ‘কোন জাতি বেশি দিন টিকতে পারেনা, যদি লক্ষ লক্ষ টন খাবার ভিক্ষা করতে হয়, বিদেশ থেকে আনতে হয়। দুনিয়া ভরে চেষ্টা করেও আমি চাল কিনতে পারছিনা । চাল যদি খেতে হয় আপনাদের পয়দা করেই খেতে হবে।

এসব বিষয়কে সামনে রেখেই কৃষিবিদদের প্রিয় নেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন আ ফ ম বাহাউদ্দীন নাছিম তার মন্তিচপ্রসূত ভাবনা থেকেই এই গৌরবোজ্জ্বল উদ্যোগ গ্রহণ করেছেন। বগুড়া শেরপুরে ভবানীপুরের এই অবহেলিত জনপদ হয়ে উঠবে আগামীদিনের জাতীয় জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। আমরা বগুড়াবাসী এই মহাতী উদ্যোগের জন্য বাহাউদ্দিন নাছিমকে অন্তর নিংড়ানাে ভালােবাসা ও কৃতজ্ঞতা জানাতে চাই।

আমি ব্যক্তিগত ভাবে বগুড়ার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কাছে আমাদের এই উদ্যোগের প্রতি আপনাদের অকুন্ঠ সমর্থন ও ভালােবাসা প্রত্যাশা করছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button