বগুড়া

বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খানসহ ৯ নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহষ্পতিবার রাত নয়টার দিকে শহরের সাতমাথায় দলীয় কার্যালয়ের সামনেএ ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবির ইসলাম খানকে ছুরিকাহত করা হয়।

তাকবিরসহ আহত ৯ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবির ইসলাম, তাঁর সমর্থক শান্ত, ইমন, সাজিদ ও হাবিব ছাড়াও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফের সমর্থক এবং জেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান, সানজিদ, দুলাল এবং রাজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবির ইসলামকে ছুরিকাহত করা হয়েছে। এ ছাড়া তার মাথায়ও চোট লেগেছে।

তাকবির ইসলামের সমর্থকদের অভিযোগ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফের নেতৃত্বে সাতমাথায় তাকবিরসহ অন্যদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তাকবিরকে ছুরিকাহত করা হয়।

ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বরে জানাগেছে, বৃহষ্পতিবার বিকেলে ধুনট উপজেলায় ছাত্রলীগের প্রতিবাদ কর্মসূচি ছিল।

সেখানে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবির ইসলামের মোটরসাইকেলে জেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসানের মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে দুই নেতার মধ্যে বাকবিতন্ডা ও কথাকাটাকাটি হয়।

এর জেরে কর্মসূচী শেষে ধুনট থেকে সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় ফেরার পর সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের নেতা আবদুর রউফসহ তাঁর সমর্থকেরা জাহিদ হাসানের পক্ষ নিয়ে তাকবির ইসলাম ও তাঁর সমর্থকদের সঙ্গে দ্বিতীয়দফা বিতন্ডায় জড়ান। এক পর্যায়ে আবদুর রউফ সমর্থকেরা তাকবির এবং তার সমর্থকদের ওপর হামলা করলে সংঘর্ষ বাঁধে। এতে তাকবির ছুরিকাহত ছাড়াও উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button