বগুড়া
বগুড়ায় নাজ গার্ডেন ও মম ইনকে ভ্রাম্যমান আদালতের ৮ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে বগুড়ায় তারকাবিশিষ্ট হােটেল নাজ গার্ডেন এবং মম ইন ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


১৫ মার্চ সোমবার দুপুর পোনে ২ টার দিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার আসলাম উদ্দিন, বগুড়া জেলা খাদ্য অফিসার চিন্ময় প্রামানিক, বগুড়া জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রামচন্দ্র সাহাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা খাদ্য অফিসার চিন্ময় প্রামানিক জানান, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ধারায় নাজ গার্ডেনকে এবং মন ইন কে ৪ লাখ করে মােট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।