বগুড়ায় যুবদল কার্যালয়ে মারামারি, আহত ৩

বগুড়ায় জেলা জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন উপজেলা ইউনিটের কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে দলের জেলা কার্যালয়ে মারামারির ঘটনায় ৩ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে এই মারামারির ঘটনায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যুবদল কর্মী মেহেদী হাসান পাপ্পুর অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
ঘটনা সম্পর্কে জেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জানান , সোমবার দুপুরে জেলা কার্যালয়ে বসে দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম কয়েকটি উপজেলার সাংগঠনিক কমিটি গঠন করছেন মর্মে খবর পান তিনি । খবর পেয়ে তিনি জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে একতরফা কমিটি গঠনের চেষ্টার প্রতিবাদ করেন । এরপর তিনি ঘটনাস্থল থেকে বেরি য়ে যাবার পর সেখানে টাকার বিনিময়ে কমিটি গঠনের প্রতিবাদে হৈ হট্টগোল হয়েছে বলে শুনতে পান ।
অন্যদিকে যুবদলের জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম সাংবাদিকদের জানান, সদস্য সচিব নিজের পছন্দের লোকদের কমিটিতে স্থান দিতে চাপ প্রয়োগের অংশ হিসেবে তার সমর্থকদের ওপর সোমবার দুপুরে হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত হয়েছে ।
এদিকে সম্প্রতি গঠিত বগুড়া জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে সাংগঠনিক বিরোধের জেরে হামলা পাল্টা হামলার ঘটনায় দলের সাধারণ নেতা কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে বলে জানান সাধারণ কর্মীরা ।
বগুড়া সদর ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই খোরশেদ আলম রবি জানান, দুপুর ২ টায় যুবদলের উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ একজন ছুরিকাঘাত করে অফিস থেকে বের হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।