বগুড়া

মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

অদ্য ১৬/৩/২০২১ খ্রীঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ফেব্রুয়ারী মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) স্যার। উক্ত সভায় জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যদের পারিবারিক, প্রাতিষ্ঠানিক, দূর্ঘটনা,অসুস্থতা ও অন্যান্য যাবতীয় সমস্যা সংক্রান্তে পুলিশ সুপার মহোদয় আলোচনা ও সমাধান করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর মামলার তদন্তের বিশ্লেষণ করে অভিযুক্তদের গ্রেফতার ও সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য দিক- নির্দেশনা প্রদান করা হয়।

ফেব্রুয়ারি/২০২১ মাসের পুরস্কার প্রাপ্তদের তালিকাঃ

০১। ফেব্রুয়ারি -২০২১ (চৌকস কার্য সম্পাদন)
শ্রেষ্ঠ কনস্টেবল/৬৬২ মোঃ রমজান আলী
জেলা বিশেষ শাখা, বগুড়া।

০২। ফেব্রুয়ারি -২০২১ (চৌকস কার্য সম্পাদন)
শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র)-মোঃ এনামুল হক
সদর থানা, বগুড়া।

০৩। ফেব্রুয়ারি -২০২১ (চৌকস কার্য সম্পাদন)
শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র)-মোঃ আতিকুর রহমান
সোনাতলা থানা, বগুড়া।

০৪। ফেব্রুয়ারি -২০২১ চৌকস কার্য সম্পাদন(ফাঁড়ি/তদন্ত কেন্দ্র)
শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র)- আহাম্মাদ রুস্তম ফারুক
সান্তাহার পুলিশ ফাঁড়ি, আদমদীঘি থানা, বগুড়া।

০৫। ফেব্রুয়ারি -২০২১ (চৌকস কার্য সম্পাদন)
শ্রেষ্ঠ এসআই(নিরস্ত্র)- মোঃ সাচ্চু বিশ্বাস
শেরপুর থানা, বগুড়া।

০৬। ফেব্রুয়ারি -২০২১ (সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী)
শ্রেষ্ঠ সার্জেন্ট- শ্রী গোপাল চন্দ্র মন্ডল
সদর ট্রাফিক, বগুড়া।

০৭। ফেব্রুয়ারি -২০২১ (গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী)
শ্রেষ্ঠ এসআই(নিরস্ত্র)-মোঃ আলী জাহান
জেলা গোয়েন্দা শাখা, বগুড়া।

০৮। ফেব্রুয়ারি -২০২১ (শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী)
শ্রেষ্ঠ ইন্সপেক্টর-মোঃ লাল মিয়া
পুলিশ পরিদর্শক (অপাঃ ও কমিঃ পুলিশিং)
গাবতলী মডেল থানা, বগুড়া।

০৯। ফেব্রুয়ারি -২০২১ (চৌকস কার্য সম্পাদন)
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- জনাব মোঃ হুমায়ুন কবীর
অফিসার ইনচার্জ, সদর থানা, বগুড়া।

১০। ফেব্রুয়ারি -২০২১ (চৌকস কার্য সম্পাদন)
শ্রেষ্ঠ সার্কেল- জনাব ফয়সাল মাহমুদ
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বগুড়া।

অর্থ পুরস্কারঃ

১। এসআই(নিঃ)/মোঃ ফজলে ইলাহী, উপশহর পুলিশ ফাঁড়ি, সদর থানা, বগুড়া।
২। এসআই(নিঃ)/মোঃ মাহমুদুর রহমান, সারিয়াকান্দি থানা, বগুড়া।
৩। এসআই(নিঃ)/মোঃ আব্দুল হাই, গাবতলী মডেল থানা, বগুড়া।
৪। এসআই(নিঃ)/ প্রদীপ কুমার বর্মন, ধুনট থানা, বগুড়া।
৫। এএসআই(নিরস্ত্র)/মোঃ সোহেল রানা, সদর থানা, বগুড়া।
৬। এএসআই(নিরস্ত্র)/মোঃ আতিকুর রহমান, সোনাতলা থানা, বগুড়া।
৭। এএসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন, সারিয়াকান্দি থানা, বগুড়া।
৮। এএসআই(নিঃ)/ মোঃ মোস্তাকিন, গাবতলী মডেল থানা, বগুড়া।
৯। এএসআই(নিঃ)/ রতন কুমার বর্মন, ধুনট থানা, বগুড়া।
১০। এএসআই(নিঃ)/ মোঃ আশরাফুল ইসলাম, আদমদীঘি থানা, বগুড়া।
১১। এটিএসআই/ মোঃ বদিউজ্জামান, উপশহর পুলিশ ফাঁড়ি, সদর থানা, বগুড়া।

পিআরএল এ রওনা অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের তালিকাঃ

১। কং/৬৭৯ মোঃ শফিকুল ইসলাম, সদর কোর্ট, বগুড়া।
২। কং/৬২২ মোঃ শহিদুল ইসলাম, গাবতলী মডেল থানা, বগুড়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button