বগুড়া
যানজটে নাকাল হয়ে পরেছে বগুড়া শহরবাসী

শহরের প্রধান সড়কগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত যানজট থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে।
দেশের উত্তরাঞ্চলের ১১ জেলার প্রবেশমুখ বগুড়া। বাণিজ্যিক শহর হিসেবে প্রতিদিন মানুষের চলাচল বাড়ছে। শহরের মধ্যে রেলপথ, যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে যানজট বেড়েই চলছে।
শহরের বাইপাস সড়কের বনানী, মাটিডালি, তিনমাথা, চারমাথা এলাকাতেও থাকছে যানজট। আবার রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে মহাসড়কের বনানী থেকে শেরপুরের বিভিন্ন স্থানে প্রতিদিনই দীর্ঘ যানজট হচ্ছে।
যানজট নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ। কার্যকর উদ্যোগের মাধ্যমে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি চায় বগুড়া শহরবাসী।