বগুড়ায় বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

সাদা বলে রঙিন জার্সি নিয়ে বগুড়ায় শুরু হলো বগুড়া চেম্বার অব কমার্স বঙ্গবন্ধু কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১২ টায় শহরের শহীদ চান্দু ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮ দলের অংশগ্রহনে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন একাদশ ও রহমান নগর ক্রিকেট ক্লাব (আরসিসি) অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, শামীম কামাল শামীম, মাফুজুল ইসলাম রাজ, তৌফিকুর রহমান ভান্ডারী বাপ্পি, আল রাজি জুয়েল উপস্থিত ছিলেন।
বগুড়া চেম্বার অব কমার্স বঙ্গবন্ধু কাপ টি-২০ টুর্নামেন্টের আয়োজনে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও এক লাখ টাকা প্রাইজমানি এবং রানার্স আপ দলের জন্য ট্রফি ও ৫০ হাজার টাকা প্রাইজমানি।