বগুড়াবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবীর হত্যা: হামলাকারী আল আমিন গ্রেফতার

বগুড়ায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় আল আমিন নামের একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

১৮ মার্চ বৃহস্পতিবার ভোরে কাহালু উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আল আমিন কাহালু উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আক্কাসী আলী। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী। আল আমিন মামলার প্রধান আসামী আব্দুর রউফের সহযোগী। আব্দুর রউফ ওই কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডের পর তাকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়।

তাকবিরের মা আফরোজা ইসলামের করা মামলায় আলআমিনের নাম নেই। তাকে সিসি ক্যামেরায় ফুটেজের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

শহরের সাতমাথা এলাকার সিসি ফুটেজে দেখা গেছে, আল আমিন চাপাতি হাতে তাকবিরের ওপর হামলা চালায়।

এসব নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর।

অফিসার ইনচার্জ হুমায়ূন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলআমিন হত্যাকাণ্ডে সম্পৃত্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। আলআমিন আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button