আমেরিকা থেকে লুঙ্গি-গামছায় গলায় দেশে ফিরে ভাইরাল যুবক
নিউইয়র্ক থেকে লুঙ্গি গামছা গলায় দেশে ফিরেছেন এক বাংলাদেশি যুবক। তার লুঙ্গি গামছা পরে ইমিগ্রেশন পার হয়ে দেশে আসার ঘটনাটির ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। ফেসবুকে ভাইরাল একটি ছবির ক্যাপশনে জুয়েল নামের ওই বাঙালি যুবক লিখেছেন, এখনো আকাশে উড়তেছি আটলান্টিক ওশানের ওপরে আছি বতর্মানে আরও ৩ ঘণ্টা লাগবে নিউইয়র্ক পৌঁছাতে।
‘ট্রাফিক এলার্ট’ নামের ফেসবুক পেজে প্রথমে ছবি দুটি ভাইরাল হয়। প্রথমে পোস্টটিতে ওই ব্যক্তিকে কেউই চিনতে পারেননি। পোস্ট করা ওই ছবির প্রথমটিতে লুঙ্গি-গেঞ্জি পরা যুবককে বিমানবন্দরের ইমিগ্রেশনে দাঁড়িয়ে থাকতে দেখা। তারপরের ছবিতেই ওই একই যুবক বসে আছেন বিমানের ভেতরে। পরে জুয়েল মিয়া নামের যুবককে ট্যাগ দিলে তার পরিচয় মেলে।
ছবির বর্ণনায় লেখা হয়েছে, ‘এই প্রথম বাংলাদেশি হিসেবে কোনো বাঙালি আমেরিকার নিউইয়র্ক থেকে প্লেনে চড়ে একেবারেই বাঙালি সাজে লুঙ্গি, গেঞ্জি আর গামছা পরে এই পোশাকেই মাতৃভূমিতে পা রাখেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর তার অগাধ পাগলামিটা অবশ্যই আমাদের দেশের গর্ব।’