জাতীয়

মাস্ক ব্যবহারে মানুষের ব্যাপক অনীহা

ঘরের বাইরে মাস্কের ব্যবহার নিয়ে সরকারের প্রজ্ঞাপন ও নির্দেশনা থাকলেও মানুষের অনীহা রয়েছে ব্যাপক। সময়ের সাথে করোনার সংক্রমন বাড়লেও জনগণের মধ্যে মাস্ক ব্যবহারের উদাসীনতা বাড়ছে।

গেল বছর সাধারণ ছুটি শেষ হওয়ার পর থেকেই মাস্কের ব্যবহার কমতে থাকে। রাজধানীর পথেঘাটে, বাজারে, বিপণিবিতানে এখন মাস্ক পরা লোকজনের উপস্থিতি কম।

দুপুরে বায়তুল মোকাররম মসজিদের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে তেমন কাউকেই মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে এবারের বইমেলা আয়োজন করা হলেও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।

করোনা সংক্রমণ বাড়ায় বিভিন্ন করোনা পরীক্ষা কেন্দ্রে বাড়ছে ভিড়।

এদিকে, দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৮ হাজার ৬শ’ ৪২ জনের। ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ১৮ হাজার ৯শ’ ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে এক হাজার ৮’শ ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মোট শনাক্ত ৫ লাখ ৬৬ হাজার ৮শ’ ৩৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ’ ১৮জন। মোট সুস্থ ৫ লাখ ১৯ হাজার ১শ’ ৪১ জন।

নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক শূন্য চার শতাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button