জাতীয়শিক্ষা

৪১তম বিসিএস: পদ সংখ্যা ২ হাজার ১৬৬, অংশ নিয়েছেন পৌনে ৫ লাখ

দেশের ৮ বিভাগে একযোগে সকাল ১০টায় শুরু হয় এই পরীক্ষা, চলে বেলা ১২টা পর্যন্ত। ২ হাজার ১৬৬ পদের জন্য পরীক্ষায় অংশ নিচ্ছেন পৌনে ৫ লাখ।

এর আগে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এই পরীক্ষা স্থগিত চেয়ে রিট করা হয়। তবে এটি খারিজ কোরে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পিএসসিকে নির্দেশ দেন হাইকোর্ট। 

তবে কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকের মধ্যে শিথিলতা দেখা গেছে। তাপমাত্রা পরিমাপ ও হ্যান্ড সেনিটাইজারের ব্যবহার তেমন ছিল না।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক নেওয়া হবে ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক নেওয়া হবে ১০ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button