বগুড়ায় আরও ৫০ জন করোনায় আক্রান্ত
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৮টি নমুনার ফলাফলে নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগে জেলায় ১৭ মার্চ ২৪ জন এবং ১৮ মার্চ ১৯ জনের দেহে করোনা ভাইরাসের আক্রান্তের সংবাদ পরিবেশন করে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ১৯ মার্চ জেলার দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৪৮ জনের পজিটিভ এবং টিএমএসএস ল্যাবে ১০ নমুনায় ২ জনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলো ১০ হাজার ১৫৮ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৫৩ জনে স্থির রয়েছে