আন্তর্জাতিক খবর

ভ্যাকসিন নিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।গতকাল শুক্রবার তিনি লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে টিকা নেন, যেখানে তিনি গত বছর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়েছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনা ভ্যাকসিন নিয়ে জনমনে সবরকম শঙ্কা দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বরিস। গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টে তিনি বলেন, আমি খুব শিগগিরই করোনার টিকা নেবো। এটা নিশ্চিতভাবেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা হবে। টিকা নেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।

শুক্রবার ভ্যাকসিন নেওয়ার পর তিনি বলেন, প্রত্যেকেই যখনই ভ্যাকসিন নেয়ার জন্য মেসেজ পাবেন, দয়া করে টিকাকেন্দ্রে যাবেন এবং টিকা গ্রহণ করবেন। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য তথা সবার জন্য মঙ্গলজনক। শুধুমাত্র আমার কথা শুনতে হবে তা নয়। বিজ্ঞানীদের কথা শুনুন। ঝুঁকি হলো করোনাভাইরাস। এখন ভ্যাকসিন নেয়া বুদ্ধিমানের কাজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button