‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’- স্লোগান ধরে বগুড়া জেলা পুলিশের র্যালি
‘মাস্ক পরার অভ্যেস-কোভিডমুক্ত বাংলাদেশ’- স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক র্যালি করেছে বগুড়া জেলা পুলিশ। র্যালি শেষে পথচারীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।
রোববার (২১ মার্চ) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। র্যালি শেষ করে সাতমাথার পথচারীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করেন পুলিশ সুপার।
এসময় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছে। মাননীয় আইজিপি মহোদয়ের সিদ্ধান্ত মতে পুরো দেশের ন্যায় আমরা বগুড়াতে সচেতনতামূলক এই র্যালি করেছি। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সে জন্য আমরা উৎসাহিত করছি। করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সরকারিভাবে যে নির্দেশনা এগুলো যেন সবাই মেনে চলে এজন্য আমাদের এই প্রচারণা।