দেশে ফিরছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বক্তব্য নিয়ে ক্রীড়াঙ্গন উত্তাল। আলোচনা-সমালচনার মধ্যেই এবার দেশে ফিরছেন সাকিব।
সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে আসবেন সাকিব। আইপিএল সংক্রান্ত কাজে বাংলাদেশে এসে পরে ভারত যাবেন সাকিব।
পিতৃত্বকালীন ছুটিতে থাকায় দলের সঙ্গে নেই সাকিব। নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব। সাকিব-শিশির দম্পতির ঘরে আসে প্রথম পুত্রসন্তান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বোর্ডের ঊর্ধ্বতন কর্তাদের নিয়ে মন্তব্য করে বিতর্কে নাম লেখান সাকিব। সাকিবের এমন মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এইচপি ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয় ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।