বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন
বগুড়ায় গেল ২৪ ঘন্টায় ১৯৭টি নমুনার ফলাফলে নতুন করে ২০জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১০ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ২০জনের মধ্যে ১৯জন সদরের বাকি একজন শেরপুরের বাসিন্দা।
মঙ্গলবার (২৩ মার্চ)সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ৭জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছিল।
তিনি জানান, ২২মার্চ জেলার দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯২টি নমুনায় ১৯জনের পজিটিভ এবং টিএমএসএস ল্যাবে ৫ নমুনায় একজনের পজিটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ১৯৯জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৭৯২জনে দাঁড়িয়েছে।
এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৫৪জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১৫৩জন।