বগুড়া সদর উপজেলা
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবিরের বদলির আদেশ
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরকে ঢাকার এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ঢাকায় বদলি করা হয়েছে।
বুধবার এ আদেশ দেয়া হয় বলে জানিয়েছেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
এক বছর পূর্ণ হওয়ার আগেই বদলির আদেশ হলেও পুলিশ সুপার জানিয়েছেন এটি রুটিন বদলি। সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বদলির আদেশের ব্যাপারে জেনেছি। তবে কবে যােগদান করতে হবে এ সংক্রান্ত নির্দেশনা এখনও পাইনি।
এর আগে, গেল বছরের ২৪ জুন বগুড়া সদর থানার ওসি হিসেবে যােগদান করেন হুমায়ুন কবির। এর আগে তিনি শেরপুর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি বগুড়া সদর থানায় টিএসআই হিসেবে কর্মরত ছিলেন।