আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রের বন্দুক আইন সংশোধনের উদ্যোগ
যুক্তরাষ্টে বন্দুক আইন সংশোধনে বিল পাসের জন্য দেশটির সিনেটকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।সোমবার কলোরাডোতে বন্দুকধারীর হামলায় ১০জন নিহত হবার পর এ বিষয়ে আবারো তাগিদ দিয়েছেন বাইডেন।
বিবিসি জানায়, নতুন সংশোধনী অনুযায়ী যিনি বন্দুক কিনছেন, তার বিষয়ে সমস্ত তথ্য থাকতে হবে পুলিশের কাছে। এছাড়া উচ্চক্ষমতা সম্পন্ন বন্দুক বিক্রিতেও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
কয়েকদিন আগে এ সংক্রান্ত বিল পাস করে হাউস অব রিপ্রেজেন্টেটিভ।
বাইডেন বলেছেন, নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে তার সরকার আর এক মুহুর্তও অপেক্ষা করবে না।
হোয়াইট হাউস জানিয়েছে, এক সপ্তাহেরও কম ব্যবধানে দুটি হামলার পর বন্দুক নিয়ন্ত্রণ ও বন্দুক সুরক্ষা ব্যবস্থা নিয়ে নির্বাহী পদক্ষেপের কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।