বগুড়ায় হরতালে কঠোর অবস্থানে পুলিশ: পরিস্থিতি শান্তিপূর্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রভাব ফেলেনি বগুড়ায়। স্বাভাবিক রয়েছে সব ধরণের যান চলাচল।
সকাল থেকে হরতালের পক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের কোন কার্যক্রম দেখা যায়নি।

তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতালের বিপক্ষে সাতমাথার দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।
এদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকাল থেকেই সাতমাথা, চারমাথা ও ঠনঠনিয়া বাস স্ট্যান্ড,মাটিডালি,বনানী সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এরপাশাপাশি র্যাব-১২ দুটি দল শহর এলাকায় গাড়ি ও মটর বাইক যোগে টহল দিচ্ছে।
যে কোন রকম অপ্রতিকীর পরিস্থিতি থামাতে সাতমাথায় জলকামান ও ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়াও পুরো শহরের সব রকম মার্কেট ও দোকান পাঠ খোলা রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, যেকোন রকম অপ্রীতিকর অবস্থা থামাতে আমরা প্রস্তুত আছি। যে কেউ স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবো।