জাতীয়

বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আজ

চলতি বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আজ। বিষয়টি নাসার এক বিবৃতিতে জানানো হয়, রবিবার রাত ১২টা ৪৮ মিনিটে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। এজন্য এটিকে আমাদের চোখে বড় মনে হবে।  জানা গেছে, এ সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।

নাসার ভাষ্য, রাতের আকাশে টানা ৩ দিন ধরে বেশ বড় চাঁদ দেখা যাবে।   আরও বলা হয়, ১৯৭৯ সালে এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেয়া হয়। এদিকে নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের ভাষ্য, চলতি বছরে ৪টি ‘সুপারমুন’ হবে। মার্চ থেকে জুনের মধ্যে দেখা যাবে। কেউ কেউে আবার বলছেন ৩টি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে মাসে।

এই বিভাগের অন্য খবর

Back to top button