বগুড়ায় করোনায় একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০
বগুড়ায় একদিনে করােনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শেরপুর উপজেলার সুমন(৩৭), সিরাজগঞ্জের শাহজাহান আলী(৭০), বগুড়া সদরের যথাক্রমে দেলোয়ার হােসেন(৬০), শাহানুর ইসলাম(৪০) এবং বাবলী(৪৫)।
এরা সবাই রবিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে মারা গেছেন। এছাড়া বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২৯৯ নমুনার ফলাফলে নতুন করে ৫০জন করােনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩জন।
নতুন আক্রান্ত ৫০জনের মধ্যে ৪৭জন সদরের এবং বাকি ৩জন সারিয়াকান্দি, শিবগঞ্জ এবং দুপচাচিয়ার বাসিন্দা।
সােমবার এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মােস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২৮ মার্চ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯৯টি নমুনায় ৪৯জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ নমুনায় একজনের পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করােনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৩২৮জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৮১৮জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫জনের মৃত্যু হওয়ায় মােট মৃত্যু ২৬০জনে ঠেকেছে এবং বর্তমানে করােনায় চিকিৎসাধীন ২৫০জন।