স্থগিত হতেপারে ইউপি ভোট
করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশের স্থানীয় সরকারের তৃনমূল পর্যায়ের ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ও ১১ পৌরসভায় ১১ এপ্রিলের ভোট স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে।
তবে ওই দিন লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানান, সোমবার জরুরি বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এতে যে আলোচনা হয়েছে, তাতে ১১ এপ্রিলের ইউপি ও পৌরভোট স্থগিতের পক্ষে কমিশন। আর লক্ষ্মীপুর-২ আসনের ভোট অনুষ্ঠানের পক্ষে।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল বাতেন বলেন, আমরা মন্ত্রণালয় থেকে চিঠি আসায় জরুরি বৈঠকে বসেছিলাম। কোনো সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভোট হলে লক্ষ্মীপুর-২ আসনেরটা হতে পারে। আর ইউপি ও পৌরসভার ভোট স্থগিত হতে পারে। তবে সেটা ১ এপ্রিল বৈঠক করে সিদ্ধান্ত দেবেন কমিশন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ এপ্রিল ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। গত বছরও করোনার কারণে বেশ কিছু নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।