করোনা আপডেটজাতীয়
করোনায় আজ ৫২ জনের মৃত্যু
করোনা সংক্রমণে দেশে নতুন রেকর্ড হয়েছে। নতুন করে ৫ হাজার ৩৫৮ জনের দেহে শনাক্ত হয়েছে ভয়ঙ্কর এই ভাইরাস। এ নিয়ে পরপর তিন দিন ৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো। আর এর হার ১৯ দশমিক নয় শূন্য শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় নতুন করে মারা গেছেন আরও ৫২ জন। সব মিলে মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৪৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন।
সারা দেশে ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করে এই চিত্র পাওয়া গেছে। এখন পর্যন্ত পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক শূন্য নয় শতাংশ।